বিস্তারই জীবন

(82)
  • 975
  • 387

একমুঠো নুন এক কাপ জলে মিশিয়ে দেখুন,- ভীষণ লবনাক্ত হয়ে যাবে৷সেই জল মুখে দেওয়া সম্ভব হবে না।সেই একই পরিমান নুন এক ঘটি জলে গুলে দেখুন,- লবনাক্ত হবে,- কিন্তু একটু কম। হয়ত  মুখে সেই  জল একটু নিয়ে কুলকুচি করা যাবে। একই পরিমান নুন এক বালতি জলে গুলে দেখুন,- সামান্য লবনাক্ত হবে। একটি বড় ড্রাম ভর্তি জলে গুলে দেখুন,- লবনের স্বাদ হয়ত ঠাহরই পাওয়া যাবেনা।  পুকুরের জলে গুলে দেখুন,- লবনের কোন অস্তিত্বই আর টের পাবেন না। সেই লবন সমুদ্রের জলে ঢেলে দিলে মানুষ হাসাহাসি করবে,- এতটুকু লবন সমুদ্রের জলে ঢেলে কি হবে?ঠিক একই ব্যাপার ঘটে আমাদের জীবনে। সমস্যা প্রত্যেকের জীবনেই আসে,- কিন্তু সেই