যাজন ব্যার্থ হয় কেন?

আমরা মানুষকে ঠাকুরের দীক্ষা গ্রহনের কথা বলি,- ঘরে ঘরে যাজন করি। কিন্তু লক্ষ করি,- অধিকাংশ মানুষই দীক্ষা নিতে চায়না। বারবার বলা সত্ত্বেও নানা অজুহাতে পিছিয়ে যায়,- বিরক্ত হয়। কেউ কেউ পালিয়ে বেড়ায়। তার কারন কি? কারন উভয়ত:। যিনি যাজন কারছেন তার মধ্যে খাঁকতি থাকতে পারে,- যাকে যাজন করা হচ্ছে তার মধ্যেও কারন নিহিত থাকতে পারে। আমাদের,- অর্থাৎ যাজনকারীর ত্রুটিগুলিই প্রথমে পর্যালোচনা করি।  আমি যখন কাউকে ঠাকুরের কথা বলছি, সদগুরুর দীক্ষাগ্রহনের উপকারীতা বলছি,- সেই ব্যাক্তিটি আমার কথার সাথে আমার আচরন, চলন চরিত্রের সঙ্গতি খুঁজে। আমার ব্যাক্তিত্ব, জীবনচলনা, ব্যাবহার, অভ্যাস, চাহনী, চরিত্র যদি ঠাকুরকে প্রকাশ না করে,- শুধু মুখে যদি ঠাকুরের কথা বলতে থাকি,- তবে