হারানো সুর…পর্ব-1

  • 126

সান্যাল বাড়ির বসার ঘরময় ছুটে বেড়াচ্ছে একটা চার বছরের বাচ্চা মেয়ে আর তার পেছনে তার মা ছুটতে ছুটতে হাঁপিয়ে গিয়ে সোফায় বসে বলে উঠলো, -সোনা মা এবার দাঁড়িয়ে যা কিন্তু বলছি,  যদি উঠতে হয় আমাকে পিঠের ছাল চামড়া লাল করে ছাড়বো বলে দিলাম।শতদ্রু বাবু- কে পিঠ লাল করছে শুনি আমার ফ্রেন্ডের?নিজের খেলার সাথীকে দেখতে পেয়ে সাথে সাথে বাচ্চা মেয়েটা তার কাছে দৌঁড়ে গিয়ে হাত দুটো উপরে তুলে দিল। মানে এখন তাকে কলে নিতে হবে। শতদ্রু বাবু বাচ্চাটিকে কোলে নিয়ে সোফার দিকে এগিয়ে আসতে আসতে বলল,শতদ্রু বাবু -আমার ফ্রেন্ডকে কেন মারবি বলেছিস, আমার ফ্রেন্ড তো ব্রেভ গার্ল তাই না ফ্রেন্ড?বাচ্চা মেয়েটি মাথা