এখনও নেতাজীকে কেন এত ভয় ? - 10

## ষষ্ঠ পর্ব # **অদৃশ্য হয়েও সক্রিয়তা** দালাই লামার ভারতে আশ্রয় গ্রহণ: ১৯৫৯ সালের মার্চ মাস। তিব্বতের রাজধানী লাসা তখন রক্তে ভাসছে। চীনের সেনারা প্রবল শক্তি নিয়ে ঢুকে পড়েছে। তিব্বতের তরুণ আধ্যাত্মিক নেতা, **দালাই লামা**, তখন কার্যত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।  কথিত আছে—  সেই সময় তিব্বতের পাহাড়ি পথে দালাই লামাকে নিরাপদে বের করে আনার পিছনে ভারতীয় গোয়েন্দাদের পাশাপাশি  কোনও এক **অদৃশ্য কণ্ঠের** পরামর্শ ছিল।  তিনি ছিলেন একজন মানুষ, যিনি ভারতের ভবিষ্যৎ আর সীমান্ত রাজনীতিকে গভীরভাবে বুঝতেন।  জওহরলাল নেহেরু তখন ভারতের প্রধানমন্ত্রী।  চীনের সঙ্গে সদ্য গড়া ‘হিন্দি-চীনি ভাই ভাই’ সম্পর্ক ভেঙে ফেলতে তিনি দ্বিধায় পড়েছিলেন।  চীনের রোষানলে পড়ার ভয় ছিল প্রবল।  প্রথম দিকে তিনি দালাই লামাকে ভারতের মাটিতে আশ্রয় দিতে রাজি ছিলেন না