" মেডিকেল কলেজে ঠাকুরের সৎসঙ্গ?!! না, না.. কলেজের অডিটোরিয়ামে শুধু মেডিকেল কনফারেন্স বা সরকারি অনুষ্ঠানই করা যাবে। এইসব সৎসঙ্গ-টৎসঙ্গ মেডিকেল কলেজে করার অনুমতি দেওয়া যাবে না।" যখন কয়েক বৎসর পূর্বে আমার কর্মস্থল আগরতলা সরকারি মেডিকেল কলেজের অডিটোরিয়ামে সৎসঙ্গ অনুষ্ঠান করার জন্য কতৃপক্ষের অনুমতি চাইতে গেলাম তখন এরকমই ছিল এক- দুইজন বড় কর্তাব্যাক্তির প্রাথমিক প্রতিক্রিয়া। শেষে প্রিন্সিপাল স্যার ডাঃ কে.কে. কুন্ডু ও আরো কয়েকজন স্যারের সহযোগিতায় অনুমতি পাওয়া যায়।সত্যিই তো, একটা মেডিকেল কলেজ - যেখানে চিকিৎসা বিজ্ঞান চর্চা করা হয়, আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়া হয়, বিজ্ঞানসম্মত উপায়ে রোগীকে সুস্থ করে তোলা হয় সেখানে শ্রীশ্রী ঠাকুরকে কেন্দ্র করে ঈশ্বর, ধর্ম, আদর্শ এইসব চর্চার