জঙ্গলের প্রহরী - 41

  • 1.1k
  • 440

জঙ্গলের প্রহরীপর্ব - ৪১হোটেলে নিজের ঘরে ঢুকেই ঋষি শ্রীতমাকে ফোন করে, "বুঝলে, গল্প তরতরিয়ে এগোচ্ছে। এখানে তো একজন শুক্লাকে ফোন করতে ঘরে গেছে।" ওপাশে শ্রীতমা হি হি হাসিতে গড়িয়ে পড়াটা ঋষির কানে মধু ঢালে। আরও বলে, "আর শোনো না, কাল সব মিটে যাবে মনে হচ্ছে। পরশু যদি আমরা কলকাতা রওনা দিই, তোমাকে জানিয়ে দেব। শাক্যদা নিশ্চয়ই আসবে আমাদের সঙ্গে দেখা করতে। তুমি সবাইকে পটিয়ে পাটিয়ে নিয়ে চলে আসবে কিন্তু। যাওয়ার আগে একবার তোমাকে দেখতে ইচ্ছে করছে।"- "চেষ্টা করব। শুক্লাও নিশ্চয়ই যেতে চাইবে।"- "হ্যাঁ হ্যাঁ। সে আর বলতে। এখানে একজনকে দেখেই দুজনেরই অবস্থা বুঝতে পারছি। এরপর কলকাতায় গিয়ে দুজন কি করবে কে