ঝরাপাতাপর্ব - ৪২মিলির প্রশ্নে লিলি সহজসুরেই বলে, "এ আবার কেমন কথা? রনিদাকে কতদিন চিনি মানে? বরাবরই চিনি। এই বাড়িতে এসে থেকেই ওদের বাড়ির সবাইকে সবাই চিনি।"- "আরে দূর, সেই চেনা নয়, তোর বিয়ের পর মানে তুই চলে যাওয়ার পর কি হল? নাকি আমাদের বাড়ি থেকে তুই যাওয়ার আগেই....."- "ওওওও আচ্ছা, বুঝেছি। আরে সে এক গল্প। তোকে তো আজকাল কিছু বলাই হয় না। কি হয়েছিল বলত, আমি যে বাড়ি গেলাম, তুই বোধহয় ওপরে ছিলি, মা তো ঢুকতেই দিল না। তা আমরা ফিরে আসছি, বাসস্ট্যান্ডে রনিদা এসে আমাদের ধরল। প্রথমে তো চোটপাট, কেন ওকে বিয়ে করলাম না, কেন পালিয়ে এলাম, ও কেস