ঝরাপাতা - 41

  • 1.2k
  • 456

ঝরাপাতাপর্ব - ৪১আরও সাতদিন, এক সপ্তাহ পার হয়ে গেল। মিলি সকালে পারতপক্ষে বারান্দায় যায় না। রনির সঙ্গে যেন দেখা না হয়। দেখা হয়ও নি একবারও। রনিকে একবার দেখার, একবার কথা বলার ইচ্ছে যত দমন করতে পেরেছে, তত নিজের উপর বিশ্বাস, ভরসা বেড়েছে মিলির। আর সেটা ওকে পড়াশোনায় অনেকখানি এগিয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে পলাশের সঙ্গে ওর সম্পর্কটা খুব ভালো হয়ে উঠেছে। মিলি যে কোনো অভিযোগ করল না, বরং ওর অন্যায় গোপন রেখে আরেকটা সুযোগ দিল, এটা পলাশের জীবনে প্রথমবার ঘটল। ফলে ও আরও বেশি ভক্ত হয়ে পড়ল মিলির। খুব বেশি আড্ডা গল্পে প্রশ্রয় দেয় না মিলি। পলাশও ওর সঙ্গে পড়াশোনার কথাই