জঙ্গলের প্রহরীপর্ব - ৩৮জেঠুমণি উঠে দাঁড়িয়ে বলেন, "যে বইটা সিদ্ধার্থ পড়েছে, সেটা থেকে এই বাড়ি নিয়ে লেখা পাতাগুলো ও ছবি তুলে পাঠিয়েছিল। আমি প্রিন্ট করে পড়েছি। তাতে দেখছি নলিনাক্ষ রায়চৌধুরী এই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার ঘটনাটা উনিশশো বারো সালের। স্ত্রী আর দুই ছেলেকে নিয়ে পৈত্রিক বাড়ি ছাড়লেন উনি। আর ঐ বছরই বহরমপুরে নলিনাক্ষ রায় বলে এক ভদ্রলোক জমি কিনে বাড়ি করেছেন। পাটের ব্যবসা শুরু করলেন। ধীরে ধীরে উন্নতি করছেন। দুই ছেলে ওনারও।"- "মানে?" লাফিয়ে উঠলেন শাক্যর বাবা, "নামেও তো মিল। আত্মগোপনের জন্য পদবীতে একটু বদল করেছিলেন হয়ত। সেখানে খোঁজ নিলে তো দুজন একই ব্যক্তি কিনা জানা যেতেও পারে ! তার