জঙ্গলের প্রহরী - 37

  • 51

জঙ্গলের প্রহরীপর্ব - ৩৭- "ব‌ইতে সন্ন্যাসীকে নিয়ে মিথ বললে মিথ, লোককথার নামে গল্পকথা বললে গল্পকথা ছড়িয়ে দেওয়ার ঘটনাটা উনি লেখেননি।" সকলের উপর চোখ বুলিয়ে নিয়ে বলে যায় সিদ্ধার্থ, "বইতে শুধু আছে, দুই ভাইয়ের দেখা হয়েছিল, বড়ভাই ছোটভাইকে কিছু টাকাপয়সা দিয়ে নতুন জীবন শুরু করতে বলেন। বাকি কথাগুলো আছে মনমোহন গোস্বামীর হাতের লেখায়, বোধহয় ওঁর নিজের কপিটাতে।" সিদ্ধার্থ তাকিয়ে আছে শুক্লার দিকে। শুক্লা বাবার দিকে তাকায়, তারপর মায়ের দিকে। শেষে পাশে বসা দাদার দিকে তাকাতে শাক্য ওর কাঁধে হাত দিয়ে থামায়। - "তিনটে বইতে এইগুলো লেখা আছে, দাদুুর নিজের হাতে লেখা। বাবার, আমার আর শুক্লার। আমাদের তিনজনকে হাতে তুলে দিয়েছিলেন উনি এই কপিগুলো।"