জঙ্গলের প্রহরী - 36

  • 951
  • 342

জঙ্গলের প্রহরীপর্ব - ৩৬- "অফিশিয়ালি বিডিকে কটা গুলি এ্যালট করা হয়েছে, আর কটা ওর কাছে এখন আছে, সেটা তো হিসেব মেলাতে পারল না। মিসিং যেটা, সেটাই শাক্য পেয়েছে। গুলিটা পাওয়া গেছে বলে বিডির গান থেকে আরেকটা ফায়ার করে ফরেন্সিক এটা ওর ছোঁড়া প্রমাণ করতে পারবে।" সিদ্ধার্থ নিশ্চিত সুরে বলে। - "তাহলে বেশ প্যাঁচেই আছে তোমার বিডিস্যার?" তালুকদার স্যার খুশিমনে দু হাতের তালু ঘষছেন। - "আরেকজন সাক্ষীও আছেন। সৎ, দেশপ্রেমিক একজন মানুষ। যিনি সবটা দেখেছেন কেউ ভাবেইনি। তিনি ফাদার বারটন। চার্চের পিছনদিকেই পাকদন্ডী। পাঁচিল ভাঙা থাকায় দুষ্টু ছাত্রেরা কি করছে উনি নজরে নজরে রাখেন। ছাত্রদরদী এই মানুষটি লোকদুটোকে দেখেছিলেন, লুকিয়ে খানিকটা পিছুও নিয়েছিলেন।