ঝরাপাতাপর্ব - ৩৫মিলি বাড়িতে ঢুকে ফ্রেশ হওয়ার আগেই রনি ফোন করে। আসলে প্রথমে খেয়াল না পড়লেও পরে রনি ভালোই বুঝেছে ওর ধমকে মিলির মুড অফ হয়ে গেছে। অথচ আশা ছিল, সিনেমা দেখে, লিলির বাড়ি ঘুরে খুশি খুশি মিলি ফিরবে। দুজন আজকের দিনটা মনে করে বেশ কিছুদিন চালিয়ে দেবে। মিলির পরীক্ষাটা ভালোয় ভালোয় হয়ে গেলেই ও ডঃ গিরির সঙ্গে কথা বলবে, মিলিকে সত্যিটা কিভাবে জানানো যায়। কখন কোথা থেকে মিলি কি শুনবে, তার চেয়ে মোটামুটি সুস্থ থাকলে, লিলির সঙ্গে ভাব করিয়ে দিলে, সবাই মিলে যদি মিলিকে বলা হয়, সেটা কি বেশি ভালো হবে না? দাদাবৌদি আরও রাতে ফিরবে। মাকে পরে খাব বলে