ছাত্র ও Student — এই শব্দ দুটি পৃথক হলেও এদের আত্মা কিন্তু এক। আমাদের ভারতীয় দর্শন ও পাশ্চাত্য দর্শনের আলোকে বিশ্লেষণ করলে দেখা যায় এই দুটি শব্দ শেষ পর্যন্ত একটি ধারায় গিয়ে মিলিত হয়েছে। ছাত্র ও Student — দুটি ভিন্ন ভাষার শব্দ, দুটি ভিন্ন সংস্কৃতির ফল। বর্তমান জেনারেশন এই শব্দ দুটির গভীরে গিয়ে কখনোই তলিয়ে দেখে না। সবার একটা কমন ধারণা যে, যারা পড়াশোনার জন্য কোনো না কোনো ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত, তারাই ছাত্র বা Student।কিন্তু আসলেই কি তাই ? শব্দ আলাদা হলেও এই দুটো শব্দের ভেতরেই লুকিয়ে আছে একটাই চিরন্তন আত্মা — জ্ঞান, অনুসন্ধান ও আত্মশুদ্ধির সাধনা।মানুষের সভ্যতার ইতিহাসে শিক্ষা কখনোই কেবল