জীবনের শুরুতে আমাদের সকলের মনেই স্বপ্ন থাকে,- নিজের একখানা সুন্দর, সর্বসুবিধাসম্পন্ন বাড়ী হোক। তারজন্য প্রথমেই এক টুকরো জমি আমি ক্রয় করি। তারপর আমি যাই আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের কাছে,- তার কাছে জানাই আমার আর্থিক সামর্থ্য, জমির পরিমান, আমার স্বপ্ন ও প্রয়োজনের কথা। ইঞ্জিনিয়ার বাবু আমার দেওয়া সকল তথ্য এবং তার বিদ্যা,জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োগে আমার জন্য একখানা বাড়ীর প্ল্যান বানিয়ে দেন৷ সেই প্ল্যান অনুযায়ী আমি বাড়ী বানাই৷ দেখা যায়,- ভূমিকম্প আসলেও সেই বাড়ী ভেংগে পড়ছে না। ভয়ংকর ঝড় আসলেও আমি সেই বাড়ীতে নিরাপদে বসবাস করছি। তা না করে,- আমি যদি সুন্দর সুন্দর বাড়ীর ছবিওয়ালা একখানা এলবাম এনে সেখান থেকে যেকোন একটা বাড়ীর