মানুষ পূজা

  • 630
  • 138

উনি তো একজন মানুষ, - বাকী আট দশটা মানুষের মতই আহার-নিদ্রা-মৈথুন নিয়ে জীবন নির্বাহ করছেন। উনার ফটো আসনে বসিয়ে আপনারা পূজা করেন কেন?" আমার ঠাকুরঘরের আসনে শ্রীশ্রীআচার্য্যদেবের প্রতিকৃতি লক্ষ করে আমার এক সহকর্মী  মন্তব্যটি করল। আমি তার দিকে তাকিয়ে হেসে বললাম,-" শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, শ্রীরামকৃষ্ণ, শ্রীচৈতন্য উনারা তো মানুষই ছিলেন,- বাকী আট দশটা মানুষের মতই আহার নিদ্রা মৈথুন উনাদের জীবনেও ছিল,- উনাদের প্রতিকৃতি কারো বাড়ির ঠাকুরঘরের আসনে দেখতে পাননি কখনো? তাদেরও কি একই প্রশ্ন করেছেন?" " না না,- উনাদের সাথে কি তূলনা চলে? উনারা মানুষ হলেও ঈশ্বরীয় গুনসম্পন্ন ছিলেন। তাছাড়া উনারা কেউ তো জীবন্ত নেই এখন!!" বুঝতে পারলাম তিনি পুরোপুরি confused!! জিজ্ঞেস করলাম,-"