Catagory-(Romantic+Thriller️+Psycho+Toxic+Crime️+Foreign plot+Sad ending)Episode-16সময় প্রবহমান ঠিক নদীর মতো কখনো কারো জন্য অপেক্ষা করে না। নদী যেমন আপন গতিতে নিজস্ব ধারায় প্রবাহিত হয় ঠিক তেমনি সময়ও তার নিজস্ব গতিতে বয়ে চলে। দেখতে দেখতে প্রায় এক বছর কেটে গেছে এডউইন আর বেলার মধ্যে সম্পর্ক ছিন্ন হয়েছে। কখনো কখনো অনেক ছোট ছোট ঘটনাও অনেক বড় ঘটনা তে পরিণত হয়। ঠিক যেমন আজকে থেকে প্রায় এক বছর আগে ভার্সিটির ক্যাম্পাসে এডিসনের বেলাকে প্রপোজ করার ঘটনাটি আজও রিক আর বেলার সম্পর্কের তিক্ততার প্রতীক।ইন্টারভিউ রুম থেকে একজন সুন্দরী সেক্রেটারি বেরিয়ে এসে বেলার নাম ধরে ডাকতে শুরু করে, "মিস এলিজাবেথ বেলা এখন আপনার টার্ন । বস আপনার জন্য