# দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র : ইতিহাসের আড়ালে চাপা পড়া এক দিব্য সম্পর্ক ! ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এক অনন্য ব্যক্তিত্ব। তিনি ছিলেন নির্ভীক আইনজীবী, অসহযোগ আন্দোলনের অন্যতম পুরোধা, বঙ্গ রাজনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। আরেকদিকে, শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রকে আমরা জানি এক মহামানব, আধ্যাত্মিক গুরু ও সমাজসংস্কারক হিসেবে। কিন্তু বিস্ময়কর সত্য হলো— এই দুই মহান মানুষ এক সময়ে একে অপরের সংস্পর্শে এসেছিলেন এবং সেই সান্নিধ্য দেশবন্ধুর জীবনে এক গভীর রূপান্তর ঘটিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে এই অধ্যায়টি ইতিহাসে চাপা পড়ে গেছে। বারীন ঘোষের সূত্রে প্রথম পরিচয় : ১৯২৪ সালের প্রেক্ষাপট। সারা দেশ তখন অসহযোগ আন্দোলনের তীব্র জোয়ারে ভাসছে। গান্ধিজী স্বাবলম্বিতার ডাক দিয়েছেন, আর বাংলায়