# পরবর্তী দশকের যুদ্ধ কি ডিজিটাল প্ল্যাটফর্মে ? # যুদ্ধের বিবর্তন:প্রাচীনকালে যুদ্ধ ছিল মানুষের প্রতিদ্বন্দ্বিতার অঙ্গ। তখন লড়াই হত সরাসরি— লাঠি, পাথর, তলোয়ার; তীর-ধনুক থেকে হাতে হাতে সংঘাত, কখনো কখনো হাতির পিঠে উঠে শত্রুকে পদপিষ্ট করা— সবই ছিল যেন জীবনের অবিচ্ছিন্ন পালা। সময়ের সঙ্গে সঙ্গে অস্ত্র বদলালো, কামান, বন্দুক, ট্যাংক, যুদ্ধবিমান— এগুলো চলে এলো। আর ২০শ শতকে এসে দেখা গেল এমন এক ভয়ঙ্কর ধ্বংসযন্ত্র— পারমাণবিক বোমা— যা এক মুহূর্তে শহরকে ছাই করে দিতে পারে। হিরোশিমা-নাগাসাকি আমাদের স্মৃতিতে সেই ভয়াবহ অধ্যায় রেখেই গিয়েছে। কিন্তু যুদ্ধ থেমে থাকেনি। পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা বৈশ্বিক জিও পলিটিক্সের ভারসাম্য গড়ে দিলেও সেই সঙ্গে উঠে এলো এক অন্য ধরনের সংগ্রাম— ঠান্ডা যুদ্ধ। এতে