জঙ্গলের প্রহরী - 31

  • 18

জঙ্গলের প্রহরীপর্ব - ৩১সিদ্ধার্থকে এক দুবার স্যার বলে ডেকে তাপস কাকে যেন ফোন করে, ঘরের দরজা খুলতে খুলতে বলে, "একবার আসুন স্যার। দুজনেই অসুস্থ হয়ে পড়েছে।"বারান্দার আড়াল ছেড়ে বেরিয়ে এল একজন, "দুজনকেই চেক করেছ? কমপ্লিটলি সেন্সলেস তো? পালানোর চেষ্টা করবে না?''- "একটা ছোট প্রবলেম হয়েছে। ওরা কেউ মাথা তুলে বসতেও পারছে না, এটা চেক করেছি। কিন্তু ওদের গ্লাসদুটো পড়ে গেছে।"- "ঠিক আছে, খানিকটা পেটে যেতেই কাজ শুরু হয়েছে। বাচ্চাটা কোথায়?"- "পল্টন নিখোঁজ। লেজুড়টাতো বাচ্চাটাকেই খুঁজতে গেছিল। তবে স্যার, ওদের পেটে রামটা একটুও যায়নি। এটার হাত কাঁপছিল রাস্তায় পাইথন দেখে, গ্লাস পড়ে গেল। আর ওস্তাদটা তাই দেখে কি হল কি হল