ঝরাপাতা - 31

  • 936
  • 258

ঝরাপাতাপর্ব - ৩১আজ সকাল থেকে একটানা বনি আর পিউ রনির দুপাশে চিপকে আছে। ওরা এতবার রনিকে কখন বেরোবে প্রশ্ন করেছে, রনি ইউনিভার্সিটির প্রশ্ন সেট করতে বসে গেছে। ব্যালকনির দিকেও যায়নি। সেই কাজটাও বনি আর পিউ মাথায় তুলে নিয়েছে। পালা করে দেখে আসছে, মিলি দেখা দিল কিনা। যখন ন টা বাজে, তখন ওরা দুজনেও বুঝল, বনির হাতে ধরা পড়ে মিলি লুকিয়ে পড়েছে। হতাশ হয়ে দুজন সরে পড়ল। টুকাইকে তার ঠামের ঘাড়ে চাপিয়ে রেখেছে। এক মাঝবয়সী মহিলা রান্না করে দেন। তবে মণিকা আর পিউ পালা করে সঙ্গে থাকে, চা হয় বারবার, কিংবা বাড়ির সবার পছন্দের কোনো রান্না করে। আজ সব শিকের উঠেছে। এখন রনির