অচেনা আলো - 4

  • 39

“অদৃশ্য বাঁধন”কলেজ ক্যাম্পাস যেন হঠাৎ করে অন্যরকম হয়ে উঠেছে।মিশা আর ইশানি আগেও একসাথে থাকত, হাসত, মজা করত, কিন্তু এখন যেন তাদের চারপাশে এক অদ্ভুত আলো জ্বলজ্বল করে।কেউ কিছু টের পাচ্ছে না—কিন্তু তাদের চোখের দৃষ্টি, ছোট্ট স্পর্শ, চুপ করে পাশে দাঁড়ানো—এসব এখন আর আগের মতো নেই।---বন্ধুত্ব নাকি প্রেম?ইশানির ভেতর এক অদ্ভুত দ্বন্দ্ব কাজ করছিল।সে জানত, মিশার প্রতি তার টান শুধু বন্ধুত্ব নয়।কিন্তু প্রতিদিন বাড়ি ফেরার পর আয়নায় নিজের মুখ দেখে সে নিজেকেই প্রশ্ন করত—“আমি কি ভুল করছি? মেয়ের প্রতি এভাবে টান পাওয়া কি স্বাভাবিক?”অন্যদিকে, মিশা অনেকটা স্বচ্ছন্দ।সে লুকোচুরি পছন্দ করে না।ক্লাসে প্রজেক্ট করার সময় হোক বা ক্যান্টিনে একসাথে খাওয়ার সময়, তার