সৃষ্টি তত্ত্ব: বেদ ও বিজ্ঞানের সঙ্গীত

সৃষ্টি তত্ত্ব : বেদ ও আধুনিক বিজ্ঞানের মিলনমানুষ চিরকাল জানতে চেয়েছে— এই বিশাল বিরাট অনন্ত মহাবিশ্ব কোথা থেকে এসেছে ? কেমন করে হলো আকাশ-নক্ষত্র, পৃথিবী আর প্রাণের বিস্তার ? বেদ থেকে বাইবেল, কুরআন থেকে উপনিষদ— সবখানেই এই গভীর রহস্য নিয়ে চিন্তা করা হয়েছে। আধুনিক বিজ্ঞানও শত শত বছর ধরে উত্তর খুঁজছে এই সৃষ্টি তত্ত্ব নামক চিরকালীন রহস্যের। আশ্চর্যের বিষয়, বেদীয় আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আর বিজ্ঞানের বিশ্লেষণ— দুটি পথই মিলে যায় এক গভীর সত্যে।নাসাদীয় সূক্ত : শূন্য থেকে সৃষ্টিঋগ্বেদের (১০.১২৯) নাসাদীয় সূক্তের প্রথম মন্ত্রে বলা হয়েছে—“নাসদাসীন্ নো সদাসীত্ তদানীং, নাসীদ্ রজো নো ব্যোমা পরো যৎ।কিমা বরিবঃ কুহ কস্য শর্মন্নম্ভঃ কিমাসীদ্ গহনং গভীরম্॥”অর্থ :“তখন