জঙ্গলের প্রহরী - 25

জঙ্গলের প্রহরীপর্ব - ২৫শুক্লা কথা শুরু করার আগেই সিদ্ধার্থর টনক নড়েছিল। আসলে রাজীবকে প্রথমবার দেখেই ওর বদ্ধমূল ধারণা হয়েছিল, শুক্লার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এর। কেস সলভ করতে পারেনি বলে সেই রাজীবই আবার ওকে খুঁচিয়েছিল কাল। এতজনের সামনে সিদ্ধার্থর মাথা গরম হয়ে গেছিল। ওও পালটা টীজ করে বসেছিল। তার জন্য কি শুক্লার সঙ্গে রাজীবের কোনো সমস্যা হয়েছে? মুহূর্তে নিজের মন নিজের কাছে ধরা পড়ে সিদ্ধার্থর। ছি ছি ছি !! কি করে বসেছে ! শাক্যর উপর একটা সন্দেহ ছিল, সেটা সকলের উপরই প্রথমে ছিল। ওটা ওর কাজের অঙ্গ। তার উপর শুক্লা নিজের বইটার বদলে নতুন একটা বই দেওয়ায় ওর শুক্লার উপরেও সন্দেহ