জঙ্গলের প্রহরী - 23

  • 1.2k
  • 468

জঙ্গলের প্রহরীপর্ব - ২৩বন্ধুদের সব ঝামেলার মূর্তিমান কারণ হয়ে রাজীব বেচারা চুপচাপ বারান্দায় বসে ছিল। এমনিতেই রাজীবের ভিতরে একটা রাগী স্যার আছে, তার উপর মণীষাকে যতই ভালবাসুক, সেও তো আদতে রাজীবের ছাত্রী। তাই মণীষা আর তার বন্ধুদের শাসনের দায়িত্বটাই বেশি করে কাঁধে তুলে নিয়েছিল। বলতে নেই, প্রথম দেখায় সিদ্ধার্থকে ওর চালবাজই মনে হয়েছিল। এত বড় একটা কান্ড নাহলে কি করে ঘটল ওর নাকের ডগায়? তাই বাজিয়ে দেখতে গেছিল। কে জানত ওর নিজেরই ব্যান্ড বেজে যাবে? এখন মণীষাকে ম্যানেজ করবে কি করে? ওর কপাল ভাল, একটু পর নাক টানতে টানতে মণীষাই বেরিয়ে আসে। ভেবেছিল বাংলোর আশেপাশে ঘুরবে। রাজীবকে দেখেই ও বাংলোটা ঘুরে পিছনের