ঝরাপাতা - 19

  • 2k
  • 894

ঝরাপাতাপর্ব - ১৯দুর্গাপুজো এসে পড়েছে। মিলিও যেহেতু সুস্থতার পথে, প্রথমে রাজি না হলেও, রনি মিলির চিকিৎসার খরচ খরচার দায়িত্ব নেওয়ায় সমররা সবাই অনেকটা চিন্তামুক্ত এখন। রনির বারণে ওর মামাদের টাকার কথাটা না জানানো হলেও, সমর আর গোপা বরং ওদের ভাইবোনদের জানিয়েছে। তারাও যে ওদের পরিবারকে নিয়ে চিন্তায় আছে ! এই খবর শুনে যদি একটু নিশ্চিন্ত হয় ! দুর্গাষষ্ঠীর দিন গোপা আর দীপা উপোস করে পুজো দেয়। ঠাকুরমশাইকে লিলির নাম বলতে গিয়ে গোপা আটকে গেলেও দীপা তো বোঝে মায়ের মন। গোপার পিঠে হাত বুলিয়ে শান্ত করে ও বলে, "অদ্রিকা সিং রাঠোর।" মিলিকে নিয়ে অঙ্কুরসহ বন্ধুবান্ধবরা আশেপাশের ঠাকুর দেখতে গেছে, নিশ্চিন্তে মিলির নাম