তুমি পারবে - 5

  • 135

অধ্যায় ৫ : ধৈর্য জীবনের গোপন চাবিধৈর্য মানে কী?জীবনে আমরা প্রায়ই শুনি—“ধৈর্য ধরো, সময় সব ঠিক করে দেবে।” কিন্তু আসলে ধৈর্য (Patience) বলতে কী বোঝায়?ধৈর্য হলো—কঠিন সময়ে ঠাণ্ডা মাথায় স্থির থাকা,সমস্যার সামনে ভেঙে না পড়া,এবং সঠিক সময়ে সঠিক কাজের অপেক্ষা করার মানসিক শক্তি।অস্থিরতা মানুষকে ভুল পথে নিয়ে যায়, আর ধৈর্য মানুষকে সঠিক পথে ধরে রাখে। তাই একে বলা হয় “জীবনের গোপন চাবি।ধৈর্য কেন এত গুরুত্বপূর্ণ?আমরা সবাই চাই দ্রুত সাফল্য পেতে। কিন্তু বাস্তব হলো— বড় সাফল্য কখনো একদিনে আসে না। যেমন, একটি গাছ লাগালে ফল পেতে সময় লাগে।যদি গাছ লাগানোর পরই আমরা তাড়াহুড়ো করে টেনে টেনে দেখি “কবে ফল আসবে”, তাহলে