পর্ব - 4********Invitation***********গাড়ির ভগ্নস্তূপটা পড়ে আছে রাস্তায়। জি টি রোডের এক ধার দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিয়েছে পুলিশ। রাস্তার এক ধার দিয়েই এখন গাড়ির যাওয়া আসা হচ্ছে। সপ্তর্ষিরা যখন পৌঁছলো তখন প্রায় রাত দুটো। গাড়ির এহেন অবস্থা দেখে নীহারিকাকে সামলানো খুবই কঠিন হয়ে উঠছিল। সপ্তর্ষি, অম্লান ও অরিজিৎ মিলেও তাকে সামলাতে পারছিল না। ইন্সপেক্টর তাদের দিকে এগিয়ে এলেন। বললেন - 'আপনাদের মধ্যে সপ্তর্ষি কে?''আমি, আমি সপ্তর্ষি মন্ডল।' সপ্তর্ষি এগিয়ে গিয়ে বললো। ইন্সপেক্টর ভালো করে সপ্তর্ষিকে দেখে বললেন - 'আপনি আ্যসট্রনট না? দু দিন আগেই টি ভি তে দেখলাম মনে হলো।''হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। যার একসিডেন্ট হয়েছে সেও আ্যসট্রনট ছিল।''ওহ, সো