তুমি পারবে - 3

  • 147
  • 66

অধ্যায় - ৩                          ব্যর্থতা মানেই শেষ নয়শহরের এক প্রান্তে একটি ছোট্ট পাড়া। সেখানেই জন্ম অরিন্দমের। বাবা একজন স্কুলশিক্ষক, মা গৃহিণী। পরিবারে অত ধন-সম্পদ নেই, তবে শিক্ষার পরিবেশ ছিল অত্যন্ত দৃঢ়। ছোটবেলা থেকেই অরিন্দম পড়াশোনায় ভালো ছিল, কিন্তু তার স্বপ্ন ছিল অন্য কিছু—একজন সফল উদ্যোক্তা হওয়া।কলেজে উঠেই সে ঠিক করেছিল, সে ব্যবসা করবে। বন্ধুদের মতো চাকরির পিছনে ছুটবে না। এই স্বপ্ন নিয়েই সে নানা রকম ছোটখাটো উদ্যোগ শুরু করল। প্রথমে অনলাইন বই বিক্রির ব্যবসা, পরে হ্যান্ডমেড সামগ্রীর দোকান। কিন্তু প্রতিবারই ব্যর্থতা তার পথ আটকে দিল।প্রথমবারের ব্যর্থতায় তার বুক কেঁপে উঠেছিল।