জঙ্গলের প্রহরী - 15

  • 1.1k
  • 522

জঙ্গলের প্রহরীপর্ব - ১৫আশীষের ঘর সীল করে দিয়েছিল তাপস, প্রথমদিনই। এখন সীল ভেঙে নতুন করে সার্চ করে বোঝা যায়, তাপস আর সিদ্ধার্থর সন্দেহই ঠিক। ও বিশেষ একটি দলের সদস্য ছিল। বেশ কিছু লিফলেট, প্যামপ্লেট, ওর ডায়রি, তাতে কিছু ঠিকানা আর ফোন নম্বর। দুঘন্টা পর রায়চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে আসে ওরা। দিল্লির হেড অফিসে কিছু খবর জানতে চায় বলতে হবে। কলকাতা থেকেও কিছু খবর দরকার। বিশেষ করে আশীষ আর বৈদুর্য্যর ব্যাপারে। আশীষের ঘরে ওর নামটা ছাড়া কিছু জানা গেল না, সারনেমটাও না। সেটা বৈদুর্য্য বলেছে পুলিশকে, আশীষ মিত্র। তাই সিদ্ধার্থর ধারণা, দিল্লি আর কলকাতা, এই দুই জায়গার খবরের মধ্যে অনেকখানি সমাধান পাওয়া