জঙ্গলের প্রহরী - 14

  • 135
  • 63

জঙ্গলের প্রহরীপর্ব - ১৪সিদ্ধার্থ আর ঋষির কাছে এসে দাঁড়ায় শাক্য, গলা নামিয়ে বলে, "প্লিজ কিছু মনে করবেন না আপনারা। রাজীবের ব্যবহার আমাদের কারও পছন্দ নয়। কাল থেকেই আমরা দেখছি, বড্ড হামবড়াই। আর হ্যাঁ, মেনি মেনি থ্যাংকস শুক্লাকে দেখতে আসার জন্য। সময় পেলে চলে আসবেন আমাদের বাড়ি।"- "আমরা কিছু মনে করিনি শাক্য। নানান ধরণের মানুষকে ডীল করার অভ্যেস আছে আমাদের। তবে আপনি যদি একটা হেল্প করতে পারেন খুব ভাল হয়।" সিদ্ধার্থ কাজের কথায় চলে আসে। - "নিশ্চয়ই, বলুন না।"- "আমরা আজ রায়চৌধুরী বাড়িতে যাচ্ছি ইনভেস্টিগেশনে। প্লিজ, এরা যেন ঐদিকে না যায়। আমাদের কিছু ফ্রি টাইম দরকার।"- "নো প্রবলেম। নিশ্চিন্তে আপনারা কাজ করুন।