LOVE UNLOCKED - 9

  • 240
  • 96

Love Unlocked :9Pritha :পরিবর্তন! শব্দটা পাঁচ অক্ষরের হলেও জিনিসটা বড় অদ্ভুদ। এর সাথে তাল মেলাতে না পারলে বোধকরি সময়ের মাঝে থমকে যেতে হয়। এক নিমেষে মেনে নিতে হয় এর গতিকে। মান্যতা দিতে হয় এর অস্তিত্বের। তা নাহলে বোধহয় পিছিয়ে পড়তে হয় সময়ের স্রোতে। পরিবর্তন থেমে থাকে না, সে অবিরাম চলে, কখনো ধীরে, কখনো প্রবল বেগে। যাকে সে ছুঁয়ে যায়, তার চিহ্ন রেখে যায়—কখনো স্মৃতিতে, কখনো বাস্তবতায়।তেমনই মানুষ বদলায়, বদলায় সমাজ আর চিন্তাধারা । কখনো স্বেচ্ছায়, কখনো পরিস্থিতির চাপে। পরিবর্তন কখনো আশীর্বাদ, কখনো অভিশাপ। কখনো স্বপ্নের দুয়ার খুলে দেয়, আবার কখনো চেনা গণ্ডি ভেঙে দেয়।কিন্তু একথা সত্য—পরিবর্তনকে অস্বীকার করা যায় না।