LOVE UNLOCKED - 6

  • 2.7k
  • 1.2k

Love Unlocked :6Pritha :মোটামুটি সবকিছু গুছিয়ে নিয়ে মেঘার সাথে একবার দেখা করে নিয়ে আরিয়া বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুত হলো। সোনালী অবশ্য তার নতুন বন্ধুর সাথেই ফিরতে চেয়েছিল কিন্তু আরিয়া মুখের উপর না বলে দেওয়াতে এর পরে আর কিছু বলতে পারেনি। নিজের ব্যাগটা গুছিয়ে ক্যাফের থেকে বেরিয়ে এলো ও। এখান থেকে পায়ে হেঁটে দশ মিনিট গেলেই ওর কলেজটা। এতে অবশ্য ওর সুবিধাই হয়েছে কলেজ আর কাজের জায়গা কাছাকাছি হলে ডাইরেক্ট কলেজ থেকে কাজে চলে আসবে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসতে গেলে দেরী হয়ে যাবে। মেঘাকে যা দেখলো ওই এখানকার হর্তাকর্তা বিধাতা। মেয়েটা একটু গায়ে পড়া হলেও কাজ নিয়ে ঢিলেমি একদম