LOVE UNLOCKED - 4

  • 120

Love Unlocked : 4Pritha :আজকে সারাটাদিন আরিয়া ক্যাফেই কাটিয়েছে। কাজের প্রথম দিনেই নিজের সবটা দিয়ে কাজগুলো বুঝে নেওয়ার চেষ্টা করেছে।সোনালী ছাড়াও আরো কিছু নতুন  বন্ধু হয়ে গেছে ইতিমধ্যেই। তারা তাকে যথাসাধ্য সাহায্য করেছে। কিছু গেস্টও অ্যাটেন্ড করেছে। ওকে কাজ বলতে এটাই দেওয়া হয়েছে। ওর কথাবলার স্পিড আর খুব সুন্দর ভাবে গুছিয়ে কথা বলার ভঙ্গিমার জন্য এই কাজের জন্যই ওকে ধার্য করা হয়েছে। ও সেটাই করেছে। এবার ঘড়ির দিকে একবার তাকিয়ে সময়টা দেখে নিয়ে গায়ের অ্যাপ্রনটা খুলে যথাস্থানে রেখে বেরোনোর জন্য উদ্যত হলো। "আরিয়া কোথাও যাচ্ছ তুমি?" বলে উঠলো মেঘা নামের মেয়েটি। ইনিই আপাতত এখানের স্টাফদের লিডার।সবাইকে কাজ বুঝিয়ে দেন।"হ্যাঁ ম্যাম আপনার