LOVE UNLOCKED - 3

Love Unlocked: 3Pritha :একটা ক্যাফের সামনে দাড়িয়ে আছে আরিয়া। মাথা তুলে আরেকবার নামটাও দেখে নিলো। বড় বড় করে বোর্ডে লেখা আছে "কফি হাব"। টেনশনে বারবার হাত কচলাচ্ছে। হাতদুটো পুরো ঘেমে গেছে। আগেরদিন কলেজ থেকে একটানা এখানে চলে এসেছিল। খবর পেয়েছিল এখানে কাজের জন্য লোক নেওয়া হচ্ছে। কিন্তু প্রায় সাড়ে চার ঘণ্টা বসিয়ে রাখার পর ওকে হতাশ করেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত মালিকের কোনো দরকারি কাজ পরে গেছিল তাই তিনি আজ আসতে পারবেন না জানিয়েছেন। অগত্যা এরপরে তো আর কিছু বলা যায়না। আজ আবারও সবাইকে ডাকা হয়েছে, তাই ইচ্ছা না থাকলেও কলেজটা কামাই করতেই হলো। যতই হোক কাজটা এখন খুব