জঙ্গলের প্রহরীপর্ব - ১০শাক্য যখন বোনকে পাশে বসিয়ে গাড়ি চালিয়ে ফিরছে, দূর থেকেই দেখল, অন্যমনস্কভাবে একটু হেলেদুলে হেঁটে আসছে সিদ্ধার্থ। একলা, গাড়ি তো নেই ই, সঙ্গেও কেউ নেই। শাক্যর মনে হয়েছে ছেলেটা জেদী আর একরোখা। কেস সলভের জন্য যেভাবে একমুখী হয়ে চলছে, কেসে জেতা হারাটাকে বোধহয় খুব পারসোনালি নেয়। সেই লোককে এমন এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাবে ভাবেনি। যদিও নিজের প্রতি সিদ্ধার্থর ব্যবহারে উপরে সুগার কোটিং এর তলায় একটা কাঁটা ভালই বোঝে শাক্য। তাও শুক্লার জুতোজোড়া পর্যন্ত পাঠিয়ে দিয়েছে, গাড়ি নিয়ে ওর পাশ কাটিয়েই যেতে হবে, কথা না বললে হবে না । - "আরে মিঃ রায়, কোনদিকে যাচ্ছেন?" সিদ্ধার্থ ভীষণ চমকে