জঙ্গলের প্রহরীপর্ব - ৯বাড়ি আসতে আসতে শুক্লার হাতপায়ের ব্যথা মালুম পড়তে থাকে। সঙ্গে পাল্লা দিয়ে ভয়, মা বাবা সব তো চাপ দেবেই দেবে, টিটেনাস দিতেই হবে। বন্ধুরা যদিও আশ্বাস দেয় মলম লাগালেই ঠিক হয়ে যাবে। রাজীব অবশ্য এত হালকাভাবে নেয় না। বলে, দরকারে ডাক্তারও দেখাতে হবে। শুক্লার মুখখানা এতটুকু হয়ে যায়। বাড়িতে সবাই তো শুক্লাকে দেখে হাঁ, এই গেল আর এরকম কান্ড করে এল? বাবা বাড়ি নেই, মা আর দাদা প্রথমে একটু চেঁচামেচিও করে। তারপর মা এদের আপ্যায়ন করেন আর দাদা সিদ্ধার্থ ওখানেও ছিল কথাটা শুনেই গুম হয়ে যায়। বন্ধুদের ওর মা যত্ন করলেও, তারা ওর মাকে বলে, শুক্লাকে আগে দেখতে। মা