জঙ্গলের প্রহরী - 8

  • 306
  • 123

জঙ্গলের প্রহরীপর্ব - ৮গাড়ি থেকে নেমে সবাই শুক্লাকে ঘিরে দাঁড়িয়ে কলকল করায় বোঝা গেল, এরা সব শুক্লার বন্ধু, গেস্ট। কলকল করে সবাই একসঙ্গে বলছে, "উফ কি লেট করল ট্রেন", "তোদের লোকাল রুটের ট্রেন তো আরেককাঠি", " হ্যাঁ লোক না হলে চলবে না ধর্মতলা রুটের বাসের মতো "। মেয়ে দুটি এবং একটি ছেলে বকবক করে যাচ্ছে, শুক্লার চোখমুখও বেশ ফ্রেশ হয়ে গেছে এদের দেখে। একহাত তুলে সবাইকে থামিয়ে বলে, "ব্যস ব্যস, খুব কষ্ট হয়েছে জানি এই পাহাড় জঙ্গলে আসতে। এবার একদম বাড়ি। খেয়েদেয়ে বিশ্রাম।"পঞ্চম ব্যক্তি এতক্ষণে মুখ খোলে, "তোমার তো চোট লেগেছে ! কি করে হল?"- "আর বোলোনা রাজীবদা, এই এক্ষুণি পড়ে