THE TALE OF LOVE - 13

  • 1k
  • 360

Catagory-(Romantic+Thriller️+Psycho+Toxic+Crime‍️+Foreign plot+Sad ending)Episode-13বেলা ধীরে ধীরে রিকের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিক বেলার হাতের উষ্ণ স্পর্শে পরম আবেশে চোখ বন্ধ করলো সে যেনো কোনো শান্তির নীড় খুঁজে পেয়েছে। চারিদিকে হালকা ঠাণ্ডা বাতাস বইছে সামনে একটা ছোট লেকের মতো আছে। তাছাড়া আর বিশেষ কোন লোকালয় নেই চাঁদের মৃদু আলো এসে পড়ছে বেলার মুখের ওপর। তাকে আরো মায়াবী লাগছে দেখতে রিক এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আর বেলা ব্যস্ত প্রকৃতির সৌন্দর্য আস্বাদন করতে।তারা যেখানে বসে আছে তার চারপাশে সবুজ রঙের ঘাসের ছড়াছড়ি সেখানে আবার ছোট ছোট কিছু ফুলও ফুটেছে। বাতাসের কারণে তারা দুলছে। দুজনেই রাতের এই আকর্ষণীয় পরিবেশটাকে খুব উপভোগ করছে।