জঙ্গলের প্রহরী - 6

  • 111

জঙ্গলের প্রহরীপর্ব - ৬- "ওটা শাইলক না সঞ্জয়, শার্লক। শাইলক খুব খারাপ, লোভী লোক ছিল। শার্লক হোমস গোয়েন্দা বটে, তবে সে অন্যরকম, গল্পের বইয়ের গোয়েন্দা। আমাদের মতো পুলিশি তদন্ত ওকে করতে হত না।" সঞ্জয়কে বুঝিয়ে বললেও সিদ্ধার্থ নিজে ভাবে, অতীতকালের ব্যবহারটা কি ঠিক হল? শার্লক হোমস, এরকুল পোয়ারো, মিস মেরি মার্পল কি অতীত হয়েছেন? ফেলুদা বা ব্যোমকেশ? এদিকে সঞ্জয় লজ্জায় জড়োসড়ো নাম বিভ্রাট করে ফেলে, "ভুল হয়ে গেছে স্যার। আমি মুখ্যু মানুষ, শুনেছিলাম, ভুল করে ফেলেছি। মাপ করে দিন।"- "আরে তুমি আগে দেখে চালাও। চলো থানার দিকটা ঘুরে যাই। গল্পের বইয়ের একটা নাম ভুল করেছ, তাতে কি? তবে পড়াশোনাও করতে হবে।