রাঁচির ছোট্ট শহর। স্টেশন রোডের পাশে এক সরকারি কোয়ার্টারে থাকতেন এক রেলকর্মী পরিবার। বাবা পান সিং ছিলেন pump operator, মা একজন গৃহিণী। আর সেই ঘরের ছেলেটি—মহেন্দ্র সিং ধোনি—যার নাম একদিন গর্বের সঙ্গে উচ্চারণ করবে পুরো দেশ।ধোনির ছোটবেলা কেটেছে রেল স্টাফ কোয়ার্টারের উঠানে। পড়াশোনা চলতো DAV স্কুলে, কিন্তু তার মন পড়ে থাকতো মাঠে। প্রথম দিকে ফুটবল খেলতো গোলকিপার হিসেবে। কিন্তু কপালের ফেরে স্কুলের ক্রীড়া শিক্ষক একদিন তাকে ক্রিকেটের উইকেটকিপারের জায়গায় দাঁড় করিয়ে দেন। সেটাই ছিল ধোনির জীবনের প্রথম মোড়।প্রথমবার ব্যাট হাতে নিলেও কেউ ভাবেনি, এই ছেলেটিই একদিন ভারতকে বিশ্বজয়ী করবে। ধোনি খেলে চললেন একের পর এক ম্যাচ। কোচরা লক্ষ করলেন, ব্যাটে