জঙ্গলের প্রহরী - 4

  • 216
  • 84

জঙ্গলের প্রহরীপর্ব - ৪অস্বস্তিকর পরিস্থিতি কাটাতে ঋষি তাড়াতাড়ি বলে, ম্যাডাম চা খুব ভাল হয়েছে, নিমকিও। - থ্যাঙ্ক ইউ। মিষ্টি হাসে শুক্লা, খাবার দাবার সব মা বানিয়েছেন। আমি শুধু চা করেছি। ঋষি এখনও চা খায়নি, থতমত হয়ে বলে, ও আচ্ছা, খাচ্ছি এক্ষুণি। গরম চায়েই চুমুক দেয়। সিদ্ধার্থও চায়ে চুমুক দিয়ে বলে, খুব ভালো চা। থ্যাংকস ম্যাডাম। - শুক্লা হল আমার ছোটবোন। ও কলকাতায় থেকে এম এস সি পড়ছে। ছুটিতে এখানে। আর শুক্লা ইনি সিদ্ধার্থ রায়, স্পেশাল ব্রাঞ্চ, ইনি ঋষি বসু। শাক্যর মনে পড়ে ফর্মালি আলাপ করানো উচিত। উভয়পক্ষই নিয়ম রক্ষার্থে হাতজোড় করে। সমস্যা হয় এরপরই, কারণ শুক্লা একটা মোড়া নিয়ে এসে বসে পড়ে একধারে। আর