সময় ঘূর্ণি - 4

  • 90

সময় ঘূর্ণি ⌛️|| ৪ |||| অন্তিম পর্ব ||অনিলাভ আর অর্নিলা দেখে, এক যুবক—সাদা পাঞ্জাবি, ধূসর প্যান্ট পরা—হেঁটে আসছেন। ডানহাতে একটা ফাইল, বাঁহাতে একটা ঘড়ির খোলস। চোখে একরাশ স্বপ্ন, আর একটা চিঠি। যেটা তার প্রেমিকার কাছে লেখা, যাকে সে ভুলে গিয়েছিল… সময়ের ভুলে।--“দাদু তখন জানতেন না… যে ঘড়িটা কাজ করবে না। কিন্তু আমি জানি, কেন সেটা একবার মাত্র কাজ করেছিল। কারণ, তুমি তখন ছিলে সেই ভবিষ্যতের হৃদয়… যার সাথে এটা সংযুক্ত ছিল।” অর্নিলা হাসে।হঠাৎ ১৯৮৬-র রাস্তায় একটা শব্দ, একটা বেগুনি রঙের ছায়া ফুটে ওঠে।--“ওরা এসে গেছে! এটাই ওদের প্রথম ‘রিভার্স ইনফিল্ট্রেশন’। ওরা অতীতেও এখন ঢুকতে পারছে।” ভয়ে অর্ণিলা চিৎকার করে ওঠে।তারা দৌড়ে