সময় ঘূর্ণি ⌛️|| ২ ||বউবাজারের এক পুরনো শরিকি বাড়িতে, দুজন এখন মুখোমুখি। মেঝেতে ছড়ানো কাগজ, দেয়ালে পেরেক ঠোকার শব্দ, আর ঘরে একটা অদ্ভুত গন্ধ, ছাপার কালি, পাঁজা-কাটা কাগজ আর ধুলোবালির।অর্ণিলা ব্যাগ থেকে বের করে অনিলাভর হাতে তুলে দিল পুরনো নোটবুকটা।পাতা উলটোতেই ভিতরের জীর্ণ পাতায় হাতে লেখা:“𝘛𝘪𝘮𝘦 𝘋𝘪𝘴𝘱𝘭𝘢𝘤𝘦𝘮𝘦𝘯𝘵 𝘔𝘰𝘥𝘦𝘭: 𝘋𝘦𝘭𝘢𝘺 1.45 𝘴𝘦𝘤.”“𝘚𝘶𝘣𝘫𝘦𝘤𝘵 12A – 𝘈𝘯𝘪𝘭𝘢𝘷 𝘋𝘢𝘵𝘵𝘢”অনিলাভ থমকে যায়। তার নাম? এইখানে? কিন্তু এই তো প্রথমবার সে এই মেয়েকে দেখছে !--“এইসব কী? আমার নাম এখানে কীভাবে?”--"এটা দাদুর প্রজেক্ট। এর কথা পুরনো সায়েন্স জার্নালে আছে… আমার দাদুর নামে। আর দাদু তোমাকে নির্বাচন করে গেছেন।”অনিলাভ থমকে গেল, "মানে? কী বলছ তুমি?”--“তুমি হয়তো জানো না, তোমার