অভিশপ্ত রাজ্য - 4

  • 321
  • 78

অধ্যায় ৭: আত্মার অস্ত্রভ্রাতের অভিশপ্ত কণ্ঠস্বরের প্রতিধ্বনি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়লো, যেন আকাশের বুক চিরে কালো ধোঁয়া উঠতে শুরু করল। এলিয়া ও কায়ান সেই ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে ছিলো—ক্লান্ত, কিন্তু অবিচল।নোক্তারিয়ার পুরনো ইতিহাসে বলা আছে,"শুধু সেই অস্ত্রই ভ্রাতকে ধ্বংস করতে পারবে, যা বানানো হবে আলোর আত্মা থেকে, আর যাকে বহন করবে ভয় নয়, বিশ্বাস।"কিন্তু সেই অস্ত্র কোথায়? অরন্যগ্রন্থ—পুরনো এক মণিপুস্তক, যা রাখা আছে পাথরের গুহার নিচে, যেখানে প্রবেশের সাহস করে না কেউ। কায়ান জানত এই পুস্তক তার বাবার মৃত্যু আগেও খোঁজা হয়েছিল।তারা বেরিয়ে পড়ে সেই গুহার উদ্দেশ্যে।---️ পাথরের গুহা ও স্মৃতির চাবিপাহাড়ের কোলে চাপা পড়া গুহাটি তাদের চোখে ধরা দেয় এক