THE TALE OF LOVE - 12

  • 2.4k
  • 996

Catagory-(Romantic+Thriller️+Psycho+Toxic+Crime‍️+Foreign plot+Sad ending)Episode-13রাত ১২:৪৫ আজকেও রিক দেরি করে বাসায় এসেছে এদিকে বেলা তার জন্য না খেয়ে বসে আছে। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে খাবার খাচ্ছে রিক আর বেলা।"আজকে তো সানডে সবকিছু বন্ধ ছিল তারপরও আপনার এতো লেট কেন হলো"?বেলার প্রশ্নে রিক খাবার খেতে খেতে বলে, "কাজ ছিল তাই দেরি হয়েছে""তাই বুঝি?তা সানডেতে আপনার জন্য কোন ভার্সিটি খোলা ছিল?"আরে আমি অফিসের একটা জরুরী কাজে গিয়েছিলাম সামনে মাসে বিদেশি ক্লাইন্ট আসবে। আর তাদের ওয়েলকামের ব্যাপারেই ডিসকাস করতে গিয়েছিলাম। এই ডিলটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ বুঝলে বার্বি ডল"? বলেই বেলার ফোলা ফোলা গাল টেনে দেয় বেলা বিস্মিত হয়ে জিজ্ঞেস করে "অফিস? আপনি অফিসেও যান