অভিশপ্ত রাজ্য - 3

  • 228
  • 78

অধ্যায় ৫: ছায়ার দেবতাতারা পৌঁছায় এক পরিত্যক্ত দুর্গে—রাজ্যপথের শেষ প্রান্তে, যেখানে মানুষ বহু বছর ধরে পা রাখেনি। কায়ান জানত এই জায়গার নাম—“ভ্রাতমন্ডল”। এক সময় এটি ছিল উপাসনার কেন্দ্র, যেখানে রাজবংশ গোপনে সেই অশুভ দেবতাকে পূজা করত।প্রাসাদের দেয়ালজুড়ে এখনো ছাপ রয়ে গেছে সেই পুরনো আঁকা ছবির—অর্ধেক মানব, অর্ধেক ছায়া এক দেবতা, যার হাতে চাবি, চোখে শূন্যতা।এলিয়া ধীরে ধীরে প্রাচীন ফটক ঠেলে ভেতরে প্রবেশ করে।হঠাৎ বাতাস ভারী হয়ে ওঠে। চারদিকে ছায়া নড়তে শুরু করে। মাটির নিচ থেকে যেন উঠে আসে ফিসফিসে কণ্ঠস্বর—“তুমি এসেছো… রক্তচোখের কন্যা… আমার উত্তরাধিকার...”এলিয়ার চোখ লাল হয়ে ওঠে, আবারও।কায়ান তার পাশে দাঁড়িয়ে, তরবারি বের করে। যদিও সে জানে, এই