সেই পুরোনো বাড়ি

(34)
  • 1.3k
  • 343

আমি: উফ অনেকটা পথে থেকে হেঁটে এসেছি আর পারছি না এইতো সামনে একটা দোকান দেখতে পাচ্ছি দোকানে বসেই দোকানদারের কাছে এক কাপ চা চাইলামআমার পাশেই একজন লোক বসেছিল অনেকক্ষণ ধরেই আমার থেকে লক্ষ্য করছিল। শেষে বলেই ফেলল-হেমকান্তি: কি হয়েছে বলুন তো মশাই আপনাকে এতো বিধ্বস্ত লাগছে কেন? আমি: হ্যাঁ নানা কিছু হয়নি তো অনেকটা পথ হেঁটে এসে দিত তাই হয়তো.... হেমকান্তি: আরে আমায় নির্ভয় বলতে পারেন বলুন কি হয়েছেআমি: লোকটা এমনভাবে বলল আমি বলেই দিলাম-আমাকে একটা কাজের জোগাড় করে দিতে পারবেন আমার ব্যবসাটা ডুবেছে, যা সঞ্চয় ছিল তাও সব শেষ একটা কাজের জোগান না করতে পারলে বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে।