THE TALE OF LOVE - 11

  • 246
  • 57

Catagory-(Romantic+Thriller️+Psycho+Toxic+Crime‍️+Foreign plot+Sad ending)Episode-12(রেড এলার্ট: এই পর্বে একটু ভায়োলেন্স আছে আর তাই দুর্বল হৃদয়ের ব্যক্তিরা ঐ অংশ স্কিপ করতে পারেন। মূলত প্রাপ্তবয়স্ক ও মুক্তমনাদের জন্য প্রযোজ্য।️️)আজ সানডে ভার্সিটি বন্ধ আর তাই বেলা বসে বসে টিভি দেখছে।চ্যানেল পাল্টাতে পাল্টাতেএকপর্যায়ে নিউজ দেখতে পায় খবরে দেখাচ্ছে কাল প্রায় রাত আড়াইটা নাগাদ এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে। মেয়েটির নাম ন্যান্সি ধরা হয় যে ক্লাব থেকে বাড়ি ফেরার পথে এক গাড়িতে উঠে এবং সেই গাড়িতেই তাকে ধর্ষণ করা হয়। প্রায় দীর্ঘদিন পরে এই ঘটনা দেখে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় পুলিশ এই কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন করছে। খবরটা শুনে বেলাও ভয় লাগে সেই সাথে মেয়েটির জন্য খারাপ লাগে।