️ অধ্যায় ৩: ছায়াপথে যাত্রানোক্তারিয়ার কুয়াশায় ঢাকা বন, পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে ছিল শতাব্দী ধরে। সেখানে সূর্যের আলো পড়ে না, পাখি ডাকে না, এমনকি গাছের পাতাও বাতাসে নড়ে না। এলিয়া আর কায়ান যখন সেই বনের ভিতর দিয়ে হাঁটতে শুরু করল, তখন মনে হচ্ছিল তারা সময়ের বাইরে পা ফেলেছে।“এখানে... কিছু একটা আমাদের দেখছে,” এলিয়া কাঁপা গলায় বলে।কায়ান থেমে বলে, “এটা ‘নির্বাক বন’। এই বনের প্রতিটি গাছ একেকটি আত্মা। যারা কোনোদিন মুক্তি পায়নি, তারা গাছ হয়ে গেছে।”“তুমি এত কিছু জানো কীভাবে?”কায়ান এক গম্ভীর হাসি দেয়। “আমি তো রাজপরিবারের সন্তান। কিন্তু আমার শৈশব কেটেছে এই অন্ধকারে। আমার প্রথম বন্ধু ছিল এই বনের এক