এক কাপ চা

  • 282
  • 63

নিউইয়র্কের এক বহুতল আবাসনের কক্ষে কাঁচের দেওয়ালের সামনে দাঁড়িয়ে ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে আছে স্নেহা।কলকাতার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ও,জীবনে ঘুরতে যাওয়া বলতে বাঙালির ‘দী-পু-দা’ আর আশেপাশের কিছু এলাকা।পশ্চিমবঙ্গ ছেড়ে কখনো বাইরে যাওয়ার কথা যে কখনো ভাবেনি,সে কিনা আজ মহাদেশের গন্ডি ছাড়িয়ে কলকাতা থেকে বহুদূরে ভিন্ন দেশে ,ভাবা যায়! তবে এসবই ওর বর ঋষভ-এর কৃতিত্ব।গতকালই ওর বিয়ে হয়েছে কলকাতায়,আর আজই ও এখানে।ঋষভ একজন জনপ্রিয় নিউরোসার্জন। এখানকার একটি হাসপাতালে ও প্র্যাকটিস করে। এই বিয়েতে স্নেহার একটুও মত ছিলোনা। প্রবাসী জীবন ওর চিরকালের অপছন্দের।তাছাড়া ঋষভকে ও সেভাবে চেনেনা, বিয়ের আগে মাত্র দুবার দেখা হয়েছিল, এরকম একটা অপরিচিত ছেলেকে বিয়ে করতে ওর